[english_date]।[bangla_date]।[bangla_day]

রাজৈরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদকঃ

মাহমুদুল হাসান রনি রাজৈর প্রতিনিধি মাদারীপুর।

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় গৃহনির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে (২৬ এপ্রিল) মঙ্গলবার ১১টায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ৩য় পর্যায়ে নির্মাণকৃত ৩২ হাজার ৯শত ৪টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো আনিসুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এইচ এম মাহবুব হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফজলুর রহমান ছলাকারসহ প্রমূখ।
এসময় রাজৈর উপজেলার ২২টি পরিবারের কাছে জমির দলিল ও ঘর বুঝিয়ে দেওয়া হয়।

মাদারীপুর
২৬.০৪.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *