[english_date]।[bangla_date]।[bangla_day]

রাজস্থলীতে ক্যাম্প অধিনায়কের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান । 

নিজস্ব প্রতিবেদকঃ

চাইথোয়াইমং মারমা রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধিঃ

 

রাঙামাটি জেলা ৫৬ ইস্ট বেঙ্গল রেজিঃ কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরীর স্থলে মেজর মোঃ শেখ নাজমুল আরেফিন আজ দায়িত্ব ভার গ্রহন করেন। ৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব গ্রহন করা হয়েছে । এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মফজল আহমদ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, সাংবাদিক আজগর আলী খান,হেডম্যান চথােইনু মারমা, শহরমুল্লক, ধনরাম কর্মকার শেখ আহমদ, কালা মারমা প্রমুখ।মেজর হাসান তিনি রাজস্থলী সাবজোনের অধিনায়কের দাযিত্বভার চলাকালিন সুনামের সহিত কাজ চালিয়ে গেছেন। তিনি বর্তমানে রাঙামাটি রিজিয়নের ব্রিগেড মেজর হিসাবে যোগদান করবেন বলে জানা যায়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *