নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটিতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
রবিবার (৮ মে) দিবসটি উপলক্ষে সকালে রাঙ্গামাটির জেলা পরিষদ এনেক্স ভবনে “মানবিক হও”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় রাঙ্গামাটি ইউনিট বিভিন্ন কর্মসূচী’র মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে ।
প্রথমে জাতীয় পতাকাও রেডক্রিসেন্ট পতাকা এবং পরে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ধোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমান ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার নুরুল করিম,ইউনিটের কার্যনির্বাহী অফিসার শওয়াল উদ্দীন এবং উপ- যুবপ্রধান-২ সুনয়ন চাকমা, আজীবন সদস্য প্রকাশ চাকমা ও মাওলানা আবুল কাশেম,আশীষ দাশ গুপ্ত, ঝর্ণা খীসা ও ক্যসিমং মার্মা প্রমূখ।
বার্তা প্রেরকঃ জেলা প্রতিনিধিঃ
০৮/০৫/২০২২ইং।
Leave a Reply