[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুর মেট্রো হারাগাছ থানার এ এস আই মাদককারবারির ছুরিকাঘাতে নিহত ।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

মাদককারবারির ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম নামে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সাড়ে এগারোটার দিকে তার মূত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকা থেকে পলাশ নামের এক মাদক ব্যাবসায়ীকে গাঁজাসহ আটক করেন পিয়ারুল ইসলাম। এসময় মাদক কারবারি পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এ এস আই পেয়ারুল

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার জানান,গুরুতর আহত অবস্থায় এএসআই পিয়ারুলকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মাদক কারবারি পলাশকে আটক করে থানায় আনা হয়েছে।বলে নিতি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *