[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুর অঞ্চলের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন প্রেসক্লাব। ১৯৬৫ থেকে ২০২১ গৌরবময় ৫৬ বছর পদার্পণে।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর অঞ্চলের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন প্রেসক্লাব। ১৯৬৫ থেকে ২০২১ গৌরবময় ৫৬ বছর পদার্পণে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাব এর আয়োজনে কেক কেটে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যেদিয়ে গৌরবময় ৫৬ বছরের এই দিনটি পালন করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর চেম্বার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হাবু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা.সৈয়দ মামুনুর রহমান, কারমাইকেলে কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আলম, আওয়ামী নেত্রী রোজী রহমান।

এ সময় অন্যান্যের মর্ধে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিক ইসলাম সরকার রফিক, সাংবাদিক মেরিনা লাভলী, সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব আজীবন সদস্য আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, কামরুল হাসান প্রমুখ। সম্গ্র অনুষ্ঠানটি উপাস্থপনা করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক এ, কে এম মইনুল হক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভি ও বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পীরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *