[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরে ঐতিহ্যপূর্ণ উৎসব নবান্ন উৎসব পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

বাঙালী জীবনে অবিচ্ছেদ্য আনন্দের বার্তা নিয়ে আসে ‘অগ্রহায়ণ মাস’ এই অগ্রহায়ন মাসে গ্রাম বাংলায় অনুষ্ঠিত হয় নবান্ন। আর এই নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি-ধর্ম-বর্ণকে উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। সেই ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে আজ সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে আয়োজন করা হয়েছিলো নবান্ন উৎসব।
নবান্ন উৎসবে ছিলো ঢেকিঁ ছাটা, আমন ধান কাটা, গরুর গাড়ি, ঘোড়া দৌড়, লাঠি খেলা, সহ নানা আচার অনুষ্ঠান। এই নবান্ন উৎসবকে ঘিরে পিঠা, পায়েস, মুড়ি-মুড়কি আয়োজনের সাথে নবান্নের নাচ গানে মেতে ওঠে দর্শনার্থীদের সাথে আয়োজকবৃন্দ। উৎসবের শুরুতে মাথায় গামছা বেধে হাতে কাচি নিয়ে কৃষকদের সাথে ধান কাটায় অংশ নেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মফিজার রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ। ঢেকিতে ধান ভাঙাসহ গরুর গাড়িতে ওঠে ঘুরে বেড়ান জেলা প্রশাসক পত্নী নাজিরা বানু, অতিরিক্ত জেলা প্রশাসক শাহানাজ পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, ইউএনও নুর নাহার বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সবমিলিয়ে বাঙালী জীবনের ইতিহাস ঐতিহ্যের এই নবান্ন উৎসবে মেতে উঠলো চন্দনপাট ইউনিয়নবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *