[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

তথ্য অধিকার আইনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে দাবি করে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন, মানুষ এখন জানে তথ্য পাওয়া তার অধিকার। শুধু শহর নয়, এখন প্রান্তিক পর্যায়ের মানুষজনও জীবনঘনিষ্ঠ নানা তথ্যের জন্য আবেদন করেন। যারা কোনো একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করত। এখন তারা নিজেদের কথা বলছে, তথ্য চাইছে। তথ্য জেনে সমস্যার সমাধান করছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন বন্ধ হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু গণমাধ্যম সবখানেই কোনো না কোনো সময়ে তথ্য বিভ্রাট হচ্ছে। এটা কারোই কাম্য নয়। বস্তুনিষ্ট, সঠিক ও সত্য তথ্য জানতে এবং জানাতে হবে। দেশে তথ্য অধিকার আইন রয়েছে, কিন্তু ব্যবহার কম হচ্ছে। স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিয়ে সংশ্লিষ্টদের আরও পড়তে এবং জানতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *