[english_date]।[bangla_date]।[bangla_day]

যমুনা সার কারখানার বিষাক্ত তরল বজ্যের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বজ্যের জলাবদ্ধতা থেকে নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। গত শনিবার (৪সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী যমুনা সারকারখানা সংলগ্ন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তরল বর্জ্য দূষণ বন্ধ, জলাবদ্ধতা নিরসন ও ক্ষতি পুরনের দাবীতে মানববন্ধন করেছে। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী ও তারাকান্দি চরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন- যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল কারখানার চারপাশের নিচু জমিতে ছড়িয়ে পড়ছে। এতে মরে গেছে পুকুরের মাছ, জমির ফসল, বনজ ও ফলজ গাছপালা। সার করখানার বিষাক্ত তরল বর্জ্য স্কুল মাঠে উঠে জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে এ্যাসাইন্টম্যান সংগ্রহ ও জমা দিয়ে চরম দুর্ভোগে পড়েছে। কারখানা কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। তাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত তারা নানা কর্মসুচি পালন করে যাবেন বলেও হুশিয়ারি দেন। তারা আরো বলেন, তরল বর্জ্য কারখানা থেকে বের হয়ে নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এই তরল বর্জ্য শরীরের যে স্থানে লাগে সেখানেই চরর্মরোগ ধরে পড়ছে। এই তরল বর্জ্য নিস্কাশনের একমাত্র একটি কালভার্ট ছিলো, সেটিও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সেই পানি বের হবার একমাত্র কালভার্টের মুখটি খুলে দিবারও দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক এবিএম মোশরেকুল আলম লিচু, ব্যবসায়ী জয়নাল আবেদীন, এলাকার ভুক্তভোগী রাফি আল হাসান, রাসেল মিয়া, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল সুচী, আলপনা আক্তার, সোহাগ মিয়া প্রমূখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *