[english_date]।[bangla_date]।[bangla_day]

ময়মনসিংহের হালুয়াঘাট কৃষকদের নিয়ে উঠান বৈঠক ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রমজান হোসেন হালুয়াঘাট, ময়মনসিংহ (প্রতিনিধি)।

 

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষকদের নিয়ে গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক। কৃষকদের মাঝে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিসহ প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সব ধরনের কৃষি সেবা পৌঁছে দেবার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ। কৃষকরা এই সব আধুনিক কৃষি প্রযুক্তিগুলো প্রয়োগ ও ব্যবহার করে অল্প পরিশ্রমে কমে খরচে ও বিষমুক্ত দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাটবীজ

উৎপাদন, সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এ উঠান বৈঠকে।

বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২১) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলার

জামগড়া,সাপমারী কান্দা,পশ্চিম সোমনিয়া পাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠক ও কৃষি প্রশিক্ষণে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, কৃষক ও কৃষাণী ছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *