নিজস্ব প্রতিবেদকঃ

খালেদ খুররম পারভেজ।
“মৌষাল,বিচিত্র একটি নাম তাও আবার কোন ব্যাক্তির নাম,কোন মানুষের নাম এমন হতে পারে? প্রশ্ন আসতেই পারে কিন্তু সত্যিই এই নামেই এলাকার সবাই তাকে ডাকে,সব কাজেই সে পটু করতে পারে যে কোন ছোট বড় কঠিন কাজ এই জন্যই এলাকায় সবাই তার নাম দিয়েছে মৌষাল,আসল নাম নবি হোসেন,মৌষাল নামটিই এখন তার পরিচয় হয়ে উঠেছে,যে যখন যেখানে কাজের কথা বলে সেখানেই ছুটে চলে যায় কাজ পাগল এই লোকটি,গায়ে থাকে একটি সেন্টু গেঞ্জি ও কোমরে বাঁধা ছেঁড়া লুঙ্গী।
নিজের একটু ভিটামাটি ছাড়া আর জায়গায় জমি বলতে কিছু নাই আর আছে ২ টা হালচাষের গরু একটি ভ্যান গাড়ি যা দিয়ে সে গরুর ঘাস কেটে বাড়ি নিয়ে আসে।
৩ সন্তানের মধ্যে একটি মেয়ে,২ জন ছেলে ও গৃহিণী স্ত্রী নিয়ে তার পরিবারের পথ চলা।আছেন বাবা ও মা তারা থাকেন আলাদা,তিন ভাইদের মধ্যে মৌষালই এই পেশায় যুক্ত,বাকি দুই ভাইয়ের মধ্যে একজন চালায় অটোরিকশা ও অন্য জন ঢাকায় রডের কাজ করে।
তার প্রতিবেশি নজরুল ইসলাম বলেন,মৌষালের কাজ করতে কোন কষ্ট হয়না,একটানা কাজ করতে পারে ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে পারে,আমরা যখন তাকে দেখি কোন না কোন কাজ করতে সে ব্যাস্ত থাকে।
রাজ মিস্তিরি সুলতান বলেন, মৌষাল যখন রাজ যোগালির কাজ করে তখন ক্লান্তিহীনভাবে বালু টানা ইট ভাংগার কাজ,মাটি কাটার কাজ,লোহা কাটার কাজ একটানা করতে পারে।
সত্যিই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা জীবনের মানে কি খোঁজে না,কঠোর পরিশ্রমের মাধ্যমে কোন কাজকে ছোট করে দেখে না বরং কষ্ট করে খেয়ে পড়ে দিন কাটিয়ে দিয়ার মাঝেই তাদের প্রশান্তির দীর্ঘস্বাস।
খালেদ খুররম পারভেজ ৩১ মে ২০২২”মৌষাল” বিচিত্র নামটিই লোকটির এখন পরিচয়।
“মৌষাল,বিচিত্র একটি নাম তাও আবার কোন ব্যাক্তির নাম,কোন মানুষের নাম এমন হতে পারে? প্রশ্ন আসতেই পারে কিন্তু সত্যিই এই নামেই এলাকার সবাই তাকে ডাকে,সব কাজেই সে পটু করতে পারে যে কোন ছোট বড় কঠিন কাজ এই জন্যই এলাকায় সবাই তার নাম দিয়েছে মৌষাল,আসল নাম নবি হোসেন,মৌষাল নামটিই এখন তার পরিচয় হয়ে উঠেছে,যে যখন যেখানে কাজের কথা বলে সেখানেই ছুটে চলে যায় কাজ পাগল এই লোকটি,গায়ে থাকে একটি সেন্টু গেঞ্জি ও কোমরে বাঁধা ছেঁড়া লুঙ্গী।
নিজের একটু ভিটামাটি ছাড়া আর জায়গায় জমি বলতে কিছু নাই আর আছে ২ টা হালচাষের গরু একটি ভ্যান গাড়ি যা দিয়ে সে গরুর ঘাস কেটে বাড়ি নিয়ে আসে।
৩ সন্তানের মধ্যে একটি মেয়ে,২ জন ছেলে ও গৃহিণী স্ত্রী নিয়ে তার পরিবারের পথ চলা।আছেন বাবা ও মা তারা থাকেন আলাদা,তিন ভাইদের মধ্যে মৌষালই এই পেশায় যুক্ত,বাকি দুই ভাইয়ের মধ্যে একজন চালায় অটোরিকশা ও অন্য জন ঢাকায় রডের কাজ করে।
তার প্রতিবেশি নজরুল ইসলাম বলেন,মৌষালের কাজ করতে কোন কষ্ট হয়না,একটানা কাজ করতে পারে ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে পারে,আমরা যখন তাকে দেখি কোন না কোন কাজ করতে সে ব্যাস্ত থাকে।
রাজ মিস্তিরি সুলতান বলেন, মৌষাল যখন রাজ যোগালির কাজ করে তখন ক্লান্তিহীনভাবে বালু টানা ইট ভাংগার কাজ,মাটি কাটার কাজ,লোহা কাটার কাজ একটানা করতে পারে।
সত্যিই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা জীবনের মানে কি খোঁজে না,কঠোর পরিশ্রমের মাধ্যমে কোন কাজকে ছোট করে দেখে না বরং কষ্ট করে খেয়ে পড়ে দিন কাটিয়ে দিয়ার মাঝেই তাদের প্রশান্তির দীর্ঘস্বাস।
Leave a Reply