নিজস্ব প্রতিবেদকঃ

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।
মুক্তাগাছা শহরের কোথাও পাওয়া যাচ্ছে না থার্মোমিটার। শহরের অলি- গলি বিভিন্ন রাস্তা নাপিতখুলা মোড়,পৌর মার্কেট, আটানী বাজার,নতুন বাজার মোড়,বড়হিস্যা বাজার ফার্মেসির
দোকানে মিলছেনা থার্মোমিটার।
আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় প্রায় ঘরেই জ্বর,ঠান্ডা,কাশি প্রকোপ বেশি থাকে আর এ জন্য থার্মোমিটারের প্রয়োজনীয়তা বেড়েছে।
একজন থার্মোমিটার ক্রেতার কাছে জানতে চাইলে তিনি জানান,শহরের বেশিরভাগ ফার্মেসির দোকানে গিয়ে থার্মোমিটার পাইনি।এখন এ অবস্থায় আমরা কি করবো ভেবে পাচ্ছি না।
এদিকে ফার্মেসির দোকানের ঔষধ বিক্রয়কারী কাছে জানতে চাইলে তিনি জানান,করোনা মহামারি সময় থেকে থার্মোমিটার চাহিদা বেড়ে যাওয়ায় মুক্তাগাছায় এই সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেন, থার্মোমিটারের অডার দিলে তারা যে থার্মোমিটার ডেলিভারি দেন তার প্রায় অধিকাংশ নষ্ট থাকে কিন্তু নষ্টগুলো তারা ফিরত নেন না আর এই কারণে আমরা থার্মোমিটার ফার্মেসিতে রাখছি না।যদি কোথাও পাওয়া যায় তবে দাম অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে।
Leave a Reply