[english_date]।[bangla_date]।[bangla_day]

মুক্তাগাছা তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

আজ মুক্তাগাছা উপজেলা তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের শহিদ বীর মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসর সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি।তৃতীয় পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত জমি নির্বাচনের জন্য এসিল্যান্ড, ইউপি চেয়ারম্যান এবং প্রকৌশলীদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয় এবং উপযুক্ত উপকারভোগী বাছাইয়ের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যাক্তিদের সমন্বয়ে ভূমিহীন যাচাইবাছাই কমিটি গঠিত হয়।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানগণ,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *