[english_date]।[bangla_date]।[bangla_day]

মান্দায় স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কলেজ ছাত্র আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল ইসলাম (২০) নামের মান্দা মমিন শাহানা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ভূক্তভোগী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল হোসেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মেয়ে ঘরের বাইরে এলে অভিযুক্ত শাকিলসহ অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা দুইজনের সহায়তায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তির তার মোবাইলফোন ট্যাকিং করে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে শাকিল ইসলামকে আটক করেন। আগামীকাল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *