[english_date]।[bangla_date]।[bangla_day]

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫।

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,কসব ইউপির পাঁজরভাঙ্গা গ্রামের মৃত মেহের আলীর ছেলে এমদাদুল হক (৪২) ও মৃত কলিম হলউদ্দিনের ছেলে খোকন (২৮), ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামের এলাহী বক্সের ছেলে ফজলু (৩৭) ও জাহিদ ওরফে আবেদ বক্সের ছেলে এলাহী বক্স এবং মান্দা সদর ইউনিয়নের বৈলশিং গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২০)।এদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন এবং মাদক মামলায় ২ জনসহ ৫ জনকে আটক করা হয়েছে ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়াভূক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে তাদের আটক করা হয়। এরপর রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *