নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সিজিপিএ পদ্ধতিতে সকল শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় অত্র বিদ্যালয় কক্ষে উপস্থিত সকল শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে এ ফলাফল হস্তান্তর করা হয়েছে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোক্তার হোসেন, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (দুলাল), থানা যুবলীগ নেতা আব্দুর রউফ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সদস্য রাজিবুল ইসলাম, ছাত্রনেতা মোত্তাকিম, আহসান সহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলীবৃন্দ।
উল্লেখ্য, প্রকাশিত ফলাফল হতে দশম শ্রেণি হতে জিপিএ-৫ পেয়েছে ২জন, জিপিএ-৪ পেয়েছে ৪৩ জন, নবম শ্রেণি হতে
জিপিএ-৪ পেয়েছে ১৫ জন, অষ্টম শ্রেণি হতে
জিপিএ-৫ পেয়েছে ৭ জন, জিপিএ-৪ পেয়েছে ১৬জন, সপ্তম শ্রেণি হতে জিপিএ-৪ পেয়েছে ৪৩জন, ছষ্ঠ শ্রেণি হতে জিপিএ-৪ পেয়েছে ৬ জন।
Leave a Reply