[english_date]।[bangla_date]।[bangla_day]

মানিকগঞ্জে ছেলের দেয়া চুরির অপবাদে মায়ের আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোশারফ হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের ঘিওরে মায়ের নামে ছেলের দেয়া চুরির অপবাদ সহ্য করতে না পেরে এক নারী আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ছেলের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা।

পুলিশ জানায়, উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করজনা গ্রামের মোঃ অহেদ আলী খানের স্ত্রী রাহেলা খাতুন ( ৬২ )। তার চার ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে একই গ্রামে। বৃদ্ধ ওই দম্পত্তি তাদের মেয়ের বাড়িতে থাকেন। নিহত রাহেলা বেগমের মেঝ ছেলে মোঃ বাবুল খানের বাড়ীতে ভাত খেয়ে তার মেয়ের বাড়িতে চলে যায়।

 

পরে ছেলে বাবুল খান তার মায়ের কাছে এসে বলে আমার এক হাজার টাকা চুরি করেছ। এ চুরির অপবাদ সইতে না পেরে রাহেলা বেগম বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) দিবাগত রাতের কোন এক সময় পাশের বাড়ির গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ছেলের চুরির অপবাদ দিলে সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছে বলে এলাকাবসী ও নিহতের অন্যান্য আত্নীয়ের অভিযোগ পাওয়া যায়।

 

মৃত রাহেলার নাতি (সেঝো ছেলের পুত্র) আরিফুল ইসলাম ( ৩০ ) বলেন, আমার মেঝ কাকা দাদীকে টাকা চুরির অপবাদ দিলে, আমার দাদী অনেক কান্না কাটি করেছে। হয়তো ছেলের দেয়া কষ্ট সইতে না পেরে সে আত্মহত্যা করেছেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে মোঃ বাবুল মিয়া বলেন, আমার ঘর থেকে এক হাজার টাকা হারিয়ে যায়। মা খাবার খেয়ে আসার পর থেকেই ওই টাকা খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু মাকে বলেছি এক হাজার টাকা এনেছ কেন। এই নিয়ে মায়ের সাথে আমার সামান্য কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু আমি বলিনি। তারপর আমি আর জানিনা। সকালে খবর পাই মা মারা গেছে।

 

বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ হোসেন বাবর বলেন, লোকমুখে খবর শুনেছি। স্থানীয়রা জানিয়েছেন, ওই বৃদ্ধার সাথে তার ছেলের টাকা চুরি নিয়ে ঝগড়া হয়েছিল।

 

ঘিওর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। সুরতহাল রিপোর্ট ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *