[english_date]।[bangla_date]।[bangla_day]

মানব মুক্তি সংস্থার উদ্যোগে বেলকুচি ইউনিয়নে ৩০০ পরিবারে স্বাস্থ্য সসামগ্রী বিতরন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জহুরুল ইসল বিশেষ প্রতিনিধিঃ

অদ্য ০৪/৯/২০২১ ইং তারিখে মানব মুক্তি সংস্থার সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলায় বন্যার ক্ষয়ক্ষতি হ্রাসেপূর্বাভাস ভিত্তিক দূর্যোগ পূর্ব সাড়াদান প্রকল্প-২০২১ এর মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নে ৩০০ পরিবারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। পরিবার প্রতি সহায়তার ধরনঃ, ঢাকনা সহ প্লাষ্টক বালতি ১টি, মগ১টি, কাপড় ধোয়ার সাবান ৬টি, হাত ধোয়ার সাবান ৬টি গুড়া সাবান ২ প্যাকেট,ফ্যানেল কাপড় (ন্যাপকিন)২টি, তোয়ালে১টি, পানি বিশুদ্ব করন ট্যাবলেট ২০ টি, লিপলেট১টি, স্টিকার ১ টি,কিটব্যাগ ১ টি, বিতরন করার সময় উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়নের! চেয়ারম্যান জনাব মির্জা মোঃ”সোলেমান ‘হোসেন,সেফ দ্য চিলডেন বাংলাদেশ এর সিরাজগঞ্জ প্রতিনিধি উত্তম চৌধুরী অদ্য ইউনিয়নের সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য, মানব মুক্তি সংস্থার কর্মকর্তা,কর্মচারী, এবং এলাকার গন্যমান্য ব্যক্তি গন। উল্লখ্য এ ৩০০ টি পরিবারে বিকাশের মাধ্যমে ৩০০০(তিন হাজার)করে টাকা প্রদান করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *