নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি।
বঙ্গকথা সামাজক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত (২১ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন কর হয়।
অনুষ্ঠান থেকে কবিতা ও মানব সেবায় বিশেষ অবদার রাখায় সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন কবি তুষার কান্তি দত্ত।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আজগর হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম নিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ বিশ্বাস, ছন্দ সম্রাট শাহী সবুর, জেলা সংগঠনের সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুন প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply