[english_date]।[bangla_date]।[bangla_day]

মহেশখালীতে টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় ৭২ জন শিশু কিশোরকে পুরস্কৃত।

নিজস্ব প্রতিবেদকঃ

নুরুল বাশার ,মহেশখালী প্রতিনিধি।

 

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা সোলতানিয়া জামে মসজিদে জামায়তের সাথে একটানা ৪১ দিন নামাজ আদায় করায় ৭২ জন শিশু ও কিশোরকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

২৪ সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে সোলতানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলায় শিশু ও কিশোরদের নামাজী করতে স্থানীয় ওমান প্রবাসী শাহেদ মোঃ বাপ্পির অর্থায়েন মিজান,সেলিম,মোস্তাকি­ম ও সাইমুনের সহযোগিতা টানা ৪১ দিন নামাজ আদায় করা শিশু ও কিশোরদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে পুরষ্কৃত করা হয়। এতেই বিভিন্ন অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে সবাইকে নামাজ পড়ার প্রতি আহবান জানান।

 

মাষ্টার কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মিসকাতের কোরআন তেলোয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মাতারবাড়ী রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস ফারুকী। এতে প্রধান অতিথি ছিলেন হাসান বশির, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নূরুন নবী, মোহাম্মদ জকরিয়া, লিয়াকত আলী মেম্বার, লোকমান হাকিম, একরামুল হক মিয়া, সাংবাদিক রকিয়ত উল্লাহ সহ অভিভাবক বৃন্দরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *