[english_date]।[bangla_date]।[bangla_day]

মহাদেবপুরে কাঙ্ক্ষিত প্রতীক না পেয়ে হামলা: ২ চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৫।

নিজস্ব প্রতিবেদকঃ

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে কাঙ্ক্ষিত প্রতীক না পাওয়ায় রিটার্নিং অফিসার ও পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

সংশ্লিষ্টরা জানান, রাইগাঁ ইউনিয়নে ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক চান। দুপুর ১২ টার দিকে রিটার্নিং অফিসার এরকম প্রার্থীর অনেকের উপস্থিতিতে লটারি করেন। লটারিতে ঘোড়া প্রতীকের জন্য মুঞ্জুর আলম মঞ্জু নাম ওঠে। এসময় অন্য দুই প্রার্থী মাসুদ পারভেজ রুবেল ও মোজাম্মেল হক শরিফুল অনুপস্থিত ছিলেন। ঘটনার পর তারা কৃষি অফিসারের কক্ষে প্রবেশ করে পূণরায় লটারির দাবি জানান। অফিসার এতে রাজি না হলে তারা হামলা চালায়।

 

আটকরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতুঁড়া পূর্বপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মাসুদ পারভেজ রুবেল (৩৭), অপর স্বতন্ত্র প্রার্থী কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাজী রইচ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক শরিফুল (৬০), ও তার ছেলে শামীম হেসেন (২৩), ভাই সাইদুল ইসলাম (৪২) এবং চাচাতো ভাই ফরিদুল ইসলাম (৩৩)।

 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দুপুরে তারা উপজেলা কৃষি অফিসার এবং রাইগাঁ ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের অফিস কক্ষে তাঁর উপর ও সেখানে দায়িত্বরত থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদের উপর হামলা চালায়। এব্যাপারে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *