[english_date]।[bangla_date]।[bangla_day]

মসিকে ৬৬ হাজার ১’শ ৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মেয়র টিটু।

নিজস্ব প্রতিবেদকঃ

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ।

শনিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় নগর ভবন প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ এস কে দেবনাথ,স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ মসিকের আরো অনেকই উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জানান ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডে ৩’শ ০১টি নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সী ৯ হাজার ৩’শ শিশু’র প্রতিজনকে ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ -থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮’শ ৫০ জন শিশু’র প্রতিজনকে ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৬৬ হাজার ১’শ ৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *