নিজস্ব প্রতিবেদকঃ

হৃদয় রায়হান ভেড়ামারা প্রতিনিধি
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েলের বড় ভাই ভেড়ামারা পৌরসভার তিনবার নির্বাচিত তৎকালীন কমিশনার ও প্যানেল চেয়ারম্যান, ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ডাক্তার একেএম কাউসার হোসেনের নামাজে জানাযা আজ রোববার সকাল ১০ টায় ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফারাকপুর গোরস্তানে দাফন সম্পন্ন হয়। জানাযায় জাতীয় পাটির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া ২ আসনের সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী,ভেড়ামারার সাংবাদিক বৃন্দ ও ভেড়ামারা সহ সমাজের সর্বস্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজের আগে ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন সহ সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Leave a Reply