[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ২জন বাংলাদেশী নিহত।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২জন বাংলাদেশী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্য রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭নং মেইন পিলারের ৫নং কাছে এ ঘটনা ঘটে মর্মে জানা গেছে।

 

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মাদুল সাংবাদিকদের জানান, মালগাড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের পুত্র ঈদ্রিস আলীসহ কয়েকজন সীমান্তের কাছে যায়।

 

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যায় ও কয়েক জন আহত হয়। বিএসএফ নিহত ২জনের লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।

 

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেন।

 

খবর পাওয়ার পর খোঁজ নেয়া হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *