[english_date]।[bangla_date]।[bangla_day]

ভান্ডারিয়ায় শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ রোধে সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাল্য বিবাহ রোধে শিশু সুরক্ষা এবং সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির উদ্যেগে উদায়ন শিল্পীগোষ্ঠী ও রাজেন্দ্র থিয়েটরের সহায়তায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারীগানসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা শারীরিক নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও সংস্থার এপি ম্যানেজার, মিঃ জন পল ডি’রোজারিও। এতে স্কুল পড়ু–য়া অনেক শিশু কিশোরসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবীদ, সমাজপতি এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম (এপি) বিগত প্রায় ১১ বছর ধরে ভান্ডারিয়া উপজেলার জনগণের জীবনমান পরিবর্তনের জন্য সরকারের সহযোগী হিসাবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার শিশুদের শারীরিক নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করার উদ্যোগ হিসাবে এই পথনাট্য ও জারী গানের আয়োজন করা হয়। অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক এই সাহায্য সংস্থা বাংলাদেশে ২৪ জেলার ৫৪ টি উপজেলায় শিশুদের শারীরিক নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে একই ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *