নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন যুবক কে ইয়াবাসহ আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নিজ ভান্ডারিয়া এলাকার আব্দুল জলিল মোল্লর ছেলে রিপন মোল্লা (৩৩), একই এলাকার কাদের হাওলাদারের ছেলে আবুল কালাম সজিব (৩০) ও কাওসার সিকদারের ছেলে সোহাগ সিকদার (৩০)।
সোহাগ ভান্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক।
ভান্ডারিয়া থানার উপপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটকের পর দেহে তল্লাশি করে রিপন মোল্লার কাছে ৭পিচ, আবুল কালাম সজিব ও সোহাগ সিকদারের কাছে ৫ পিচ করে মোট ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply