[english_date]।[bangla_date]।[bangla_day]

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া (বেরোবি) বিশ্ববিদালয়ের শিক্ষক ও ছাত্রের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টার থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পার্কের মোড়ে অবস্থান নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে করে ওই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৮ম ব্যাচের জিসান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের লাবনী, নবম ব্যাচের আবির হোসেনসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষকরা আজ চরম নিরাপত্তাহীনতা ভুগছেন।

বাসা বা মেস থেকে বেরিয়ে নিরাপদভাবে কোথাও চলাচল করা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইকারী দৃর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ও ভোরে যে ঘটনা ঘটিয়েছে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের পার্ক মোড় এলাকাটি সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অথচ পুলিশ ফাঁড়ি থাকলেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত,দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের সামনে ওই শিক্ষার্থীকে এবং ভোরে লালবাগ এলাকায় ওই শিক্ষককে কুপিয়ে আহত করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *