[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোল পুটখালী সীমান্তে ১২টি সোনার বার সহ ২ পাচারকারী আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

 

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ১২টি সোনার বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২১ তারিখ ১০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডল গ্রাম- পুটখালী দক্ষিণপাড়া, উভয়ের ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।

আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *