[english_date]।[bangla_date]।[bangla_day]

বিশ্বনাথে মাকুন্দ নদী থেকে মাটি উত্তোলনের খবর প্রশাসনকে দেওয়ায় হুমকি, থানায় জিডি।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাকুন্দা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ স্থানীয় প্রশাসনকে দেওয়ার কারণে সংবাদদাতাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিতে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। ডায়েরী নং ১৭২ (তাং ৪.১২.২১ইং)।

 

সিলেটের জালালাবাদ থানার লামা আকিলপুর গ্রামের (বর্তমানে বিশ্বনাথ উপজেলার রাজাগঞ্জ বাজার) মৃত ফজলু মিয়া পুত্র খোকন মিয়া (৩৫) বাদী হয়ে শনিবার ৪ ডিসেম্বর বিশ্বনাথ থানায় (সাধারণ ডায়েরী) জিডিটি দায়ের করেন।

 

সাধারণ ডায়েরীতে (জিডি) বাদী খোকন মিয়া উল্লেখ করেন, শনিবার ৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাকুন্দা নদী থেকে একটি স্বার্থস্বেষী মহল অবৈধভাবে জোরপূর্বক মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে দেখে বাদী (খোকন) দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি স্থানীয় তহসিল অফিসে জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল ১১.১১টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের পুত্র বিবাদী মুহিবুর রহমান ০১৭১২-১৭৪০৪৮ নাম্বার থেকে বাদীর ব্যবহৃত ০১৭২৫-২৯০৩৮৯ নাম্বাররে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলে যে, বাদী (খোকন) যদি এলাকা ছাড়িয়া না যান তাহলে বাদীকে যেকোন সময় রাস্তাঘাটে সুযোগে পাইলে বাদীর (খোকন) হাত-পা ভেঙ্গে ফেলবে বা খুন করে লাশ গুম করে ফেলবে। বিবাদীর উক্তরুপ অন্যায় কর্মকান্ডে বাদী বর্তমানে নিরাপত্তা হীনতায় ভোগছেন। তাই ভবিষ্যৎ প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। আর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের সাবিক সহযোগীতা কামনা করেছেন বাদী খোকন মিয়া।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *