নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বিলাইছড়িতে উপজেলা রিসোর্স সেন্টার হল রুমে উপজেলা শিক্ষা অফিসও রিসোর্স সেন্টার- এর আয়োজনে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে,বিলাইছড়ি উপজেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষকদের(২য় ব্যাচে)০৬ দিন ব্যাপি বিষয়ভিত্তিক (প্রাথমিক বিজ্ঞান)প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ১৪ মে থেকে শুরু হয়ে আগামী ২০ মে শেষ হবে বলে জানান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন,
ইয়াসমিন বেগম- প্রধান শিক্ষক বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
পুতুল চন্দ্র তঞ্চঙ্গা- প্রধান শিক্ষক কুতুবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
জানা যায়, প্রশিক্ষণে প্রশিক্ষকরা শিক্ষকদের প্রাথমিক স্তরের বিজ্ঞান বিষয়ের প্রান্তিক যোগ্যতা,শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আনুভূমিক ও উল্লম্ব বিন্যাস চলমান,অনুসন্ধান ভিওিক বিজ্ঞান শিখন,বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা,বিজ্ঞান শিখন ও শেখানোর পরামর্শ,পাঠ পরিকল্পনা প্রনয়ন ও উপস্থাপনা,জীব ও জড়-৩য় শ্রেনী, বিদ্যুৎ শক্তির নানা ব্যবহার,উদ্ভিদ ও প্রানী,আবহাওয়া ও জলবায়ু,সুস্থ জীবনের জন্য খাদ্য,বিজ্ঞান প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন কৌশল সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা যায়, স্যার।
Leave a Reply