নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামকে কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক করার দাবীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫.৩০টায় জাতীয় শ্রমিকলীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়৷ মিছিলে বাহারুল ইসলামকে সাধারন সম্পাদক করার দাবীতে স্লোগানে মুখরিত ছিল। তাদের একটাই এক দাবী তৃণমুলের নেতা কর্মীরা দলের দুঃসময়ের পরিক্ষীত সৈনিক এস এম বাহারুল ইসলামকে কয়রা উপজেলা আওয়ামীলীগের আগামী কমিটিতে সাধারন সম্পাদক হিসাবে দেখতে চায়।
এর আগে আওয়ামীলীগের সদর ইউনিয়ন, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলালীগ এস এম বাহারুল ইসলামকে সাধারন সম্পাদক করার দাবীতে কয়রায় একাধিক বার মিছিল ও সমাবেশ করেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০১/০৬/২২ ইং।
Leave a Reply