নিজস্ব প্রতিবেদকঃ

সৈয়দ শিব্বির আহমদ হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বিজয় দিবস বাঙালি জাতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এ বছর পালন করব আমরা। কাজেই এবারের মহান বিজয় দিবস আরও অধিক গুরুত্ব বহন করছে।
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে ইতিমধ্যে প্রশাসন নানান উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করি।
সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, কোভিড-১৯ এর কারণে বিগত ২টি বছর মহান বিজয় দিবস খুব সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল। এবারের মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী বর্ণাঢ্যভাবে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মামুন মোল্লা, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সুলতান আহমেদ ভূঁইয়া, আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হারুন মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, চেয়ারম্যান আব্দুল আহাদ, মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ফজল উল্লাহ খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান তোবা, বড় বাজার বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply