[english_date]।[bangla_date]।[bangla_day]

বাঙ্গালহালিয়াতে গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৬ষ্ট তম আচারিয়া (গুরু) পূজানুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজস্থলী প্রতিনিধিঃ

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ভদন্ত উঃ খেমাচারা মহাথের ধর্মীয় গুরুর পাশাপাশি তিনি একজন আর্দশ মানবসেবক পথ প্রর্দশক হিসেবে সকলে পরিচিত । এর আলোকে পার্বত্য চট্টগ্রামের বিভি ন্ন দুর্গম এলাকায় পিছিয়ে পড়া পাহাড়ি সসম্প্রদায়ের জনগোষ্ঠীর অনাথ ছেলেরা আশ্রমে থেকে লেখাপড়া করার সুযোগ পেয়েছে । ভবিষৎতে সুদূর আরো প্রসারিত করতে পারি এটা সকলে কাছে সার্বিক সহযোগিতা চাই। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চলে ধর্মীয় গুরু ভদন্ত উঃ খেমাচারা মহাথেরের যতেষ্ট শুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে সকলকে মানব সেবার নিয়োজিত রাখার আহ্বান জানান। তিনি আরো মহতি অনুষ্ঠানে ১,টি জেনারেটর সহ চার দিকে ওয়াল নির্মাণে অঙ্গীকার করেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আয়োজিত বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৬ষ্ট তম আচারিয়া (গুরু) পূজানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সঞ্চলনায় ছিলেন উঃ নাইন্দিয়া ভি ক্ষু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত রাজিন্দা ভিক্ষু, ভদন্ত জতিকা থের, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, মানবধিকার নারী নেত্রী ডলিপ্রু মারমা নেলি,বান্দরবান। রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জেঅং মারমা পুলক বড়ুয়া, উক্যচিং মারমা ব্যাংকার , অভি চৌধুরী, পুলক চৌধুরী, সদস্য সচিব হ্লাথোয়াইচিং মারমা, সুইথুইমং মারমা, চাইথোয়াইমং মারমা, উঃ গাইন্দামালা মহাথের, ইন্দিয়া ভিক্ষু, উঃ ইউজারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও আগত দায়ক-দায়িকাগনরা এ মহাথের গুরু ভান্তেকে বিভিন্ন দানীয় সামগ্রী পূজা ফল ফুলসহ নিজ হাতে উপহার প্রদান করা হয়েছে। শেষান্তে গুরু পূজানুষ্ঠানে ভদন্ত খেমাচারা মহাথের জানান, বিহার ও অাশ্রমের সামনের দিকে উন্নয়ন এগিয়ে যেতে পারি, উপাসক ও উপাসিকা সরকারী বেসরকারি প্রতিষ্ঠান হতে অনুদানের জন্য আর্থিক সার্বিক সহযোগিতায় পাওয়ার জন্য আহবান জানাই। সাথে নতুন বান্দরবান জেলাতে বালাঘাটা এলাকায় ১ বৌদ্ধ বিহার, ১ টি অনাথ আশ্রম সহ জাদি নিজ অর্থায়নের নির্মানাধীন রয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হউক। সাধু-৩।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *