[english_date]।[bangla_date]।[bangla_day]

বঙ্গবন্ধু স্মরণে ‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। 

আজ (বৃহস্পতিবার) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদরের লতিফপুরে বন্ধুমহল সংগঠন-২০০৬ এর অফিস কার্যালয়ে সভাপতি মো: খাইরুল ইসলাম সাগরের সভাপতিত্বে  উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কিশোরগঞ্জ জেলা সভাপতি তারেক মো: শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। বাংলা ভাষা ও মাতৃভাষার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরেছেন জাতির পিতা।’ আরো বক্তব্য রাখেন, রশিদাবাদ ইউপি সদস্য মো: কাঞ্চন মিয়া, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, জহিরুল ইসলাম জুয়েল, আসাদুজ্জামান আঙ্গুর, বন্ধুমহল সংগঠন-২০০৬ এর সাধারন সম্পাদক মো: কফিল উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান সাজু, শ্রী কাঞ্চন বর্মন ও সুমন আহমেদ সহ আরো অনেকেই। দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *