নিজস্ব প্রতিবেদকঃ

মাসুদ ফারুক (বাবলু) বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া জেলার ধুনট উপজেলায় পৌরসভার আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃর্ক (স্মার্ট কার্ড) জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অদ্যই বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় পৌরসভা মাঠ প্রাঙ্গণে ।
বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও (স্মার্টকার্ড) জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করেন এন,ডিসি পিএসসি,প্রকল্প পরিচালক আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এন হ্যান্সিং একসেস সার্ভিসেস( আইডিইএ ২য় পর্যায়ে) ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার বিপিএম সুদীপ কুমার চক্রবর্ত্তী, উপজেলা সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল,রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, তদন্ত জাহিদুল হক, জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হাসান মুকুল,নিমগাছী ইউপি চেয়ারম্যান আজাহার পাইকার, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতিরা বক্তব্যে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় এটি একটি অংশ বিশেষ ডিজিটাল উন্নয়ন ভিওিক কর্মকান্ড।
এভাবেই দেশ এগিয়ে যাবে উন্নয়নে সোনার বাংলাদেশ গড়ে উঠবে বলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন উপস্থিতগণ।
Leave a Reply