নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সী (ফেনী সদর)প্রতিনিধিঃ
ফেনীর আমতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ না থাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার আমতলী বাজারে এক অভিযান পরিচালনা করে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার আমতলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের ‘মা মেডিকেল হল’ ফার্মেসিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সময়ে বাজারের আলী ব্রেড এন্ড কনফেকশনারিতে উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত
ছিলেন।
Leave a Reply