নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সী, ফেনী প্রতিনিধিঃ
মাত্র চার মাসে হিফ্জ সম্পন্ন করেন জামেয়া কারীমিয়া আরাবিয়া-ফেনী’র ছাত্র মুহাম্মদ আমির হোসাইন। মঙ্গলবার (২১সেপ্টেম্বার-২১) বিকাল ৩টায় মাদরাসা’র অডিটোরিয়ামে পরিচালক মুফতি মুহাম্মদ আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে দস্তারবন্দী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম-হযরত আল্লামা হাফেজ আবু সাঈদ সাহেব, এসময় তিনি বলেন এ দেশের কওমি মাদ্রাসা সমূহ জাতীর ঈমান আমল হেফাজতের দুর্গ । তাই এলাকাবাসির কর্তব্য হলো দোয়া, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি তার আলোচনায় হাফেজে কোরআন এর শ্রেষ্ঠত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জামেয়ার পরিচালক মুফতি আব্দুর রহমান ফরহাদ বলেন, শুধুমাত্র দ্বীনের প্রচার প্রসার ও সমাজে পুর্ন দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে এক ঝাঁক খোদাভীরু যোগ্যতাসম্পন্ন আলেম তৈরি করতে প্রতিষ্ঠিত হয় জামিয়া কারিমিয়া আরাবিয়া ফেনী, প্রতিষ্ঠার প্রথম বর্ষে জামেয়ার কৃতিত্ব অর্জনে তিনি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন .ভবিষ্যতেও এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেজন্য সকলের কাছে দোয়া চান তিনি ,পাশাপাশি এলাকাবাসীকে তাদের আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজামুদ্দিন ভুঁইয়া, পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসাইন দেলু , ফেনী মারকায ওমর রা.মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, কমিটমেন্ট আবাসন লিমিটেডের এম ডি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জামিয়া ইমদাদিয়া মধুয়াইয়ের মুহতামিম মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, ওমান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মাওলানা মীর আহমদ মীরু সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply