নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ নাজমুল হক মণি
প্রেম তো নয় কোন ফেসবুক
যখন খুশি পোস্ট করবে
প্রেম তো নয় কোন বেআইনি বাড়ি
উচ্ছেদ করে দেবে
প্রেম তো নয় কোন জল ভর্তি পুকুর
ভরাট করে দেবে
প্রেম তো নয় কোন ভাড়াটিয়া
বিদায় করে দেবে
প্রেম তো নয় কোন উঁচু পাহাড়
কেটে সমান করবে
প্রেম তো নয় কোন রংতুলি
যখন খুশি আঁকবে
প্রেম তো নয় কোন কলম
যখন খুশি লিখবে
প্রেম তো নয় কোন আগাছা
তুলে ফেলে দেবে
প্রেম তো নয় কোন কাউন্টারের টিকিট
দূরে চলে যাবে
প্রেম তো নয় কোন নদী
সাঁতার কেটে যাবে
প্রেম তো নয় কোন নকশীকাঁথা
সেলাই করে দেবে
প্রেম তো নয় কোন কাগজের নৌকা
ভাসিয়ে দেবে
প্রেম তো নয় কোন উপন্যাস
যখন খুশি পড়বে
প্রেম তো নয় কোন ফুটপাত
দখলমুক্ত করবে।
Leave a Reply