[english_date]।[bangla_date]।[bangla_day]

প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে ধামইরহাটে গণটিকা কর্মসুচির উদ্বোধন ।

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, দীর্ঘ সারি লাইনে অধিক আগ্রহ সহকারে তাদের টিকা গ্রহণ করতে দেখা গেছে।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাবলিক হেল্থ বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১ দিনের জন্য ১৫শ টিকা বরাদ্দ পাওয়া গেছ, এছাড়াও স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *