নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার সহধর্মিনী নিলা রহমান দম্পতির বিরুদ্ধে দুদকের দায়ের করা ২ মামলার জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ। সোমবার দুপুরে দুদকের করা দুটি মামলার শুনানীর জন্য জেলা ও দায়রা জজ মোহা: মুহিদুজ্জামানের আদালতে পৌরমেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমান হাজির হলে দীর্ঘ শুনানী শেষে দুদক তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন দিয়েছে আদালত। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে ।
এদিকে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে পিরোজপুর শহরে ও আদালত এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। সকাল ১০ টায় মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের আদালত চত্তরে আসার সাথে সাথে আদালত এলাকা জন সমূদ্রে রুপ নেয়। পুলিশ আদালত চত্তরে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া অন্য কাউকে ঢুকতে না দিলেও আদালতের সামনে থেকে শহর পর্যন্ত জনসমূদ্রে রুপ নেয়। কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে তাই সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, আর্ম পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে আদালত ও এর আশেপাশের এলাকা।
পৌরমেয়রের আইনজীবী এ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালতে নথি পর্যলোচনা করে হাইকোর্ট ডিভিশনের প্রাথমিক দৃষ্টিতে এজাহার আসামীর পক্ষে থাকায় এবং দুদকের তদন্ত কর্মকর্তার মামলার বিষয়ে কোন অগ্রগতি না থাকায় দুদক তদন্ত প্রতিবেদন দাখিল দেয়া পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত। এসময় এ্যাড. এম এ হাকিম হাওলাদার, এ্যাড. আহসানুল কবির বাদল, এ্যাড. কানাই লাল বিশ্বাস, এ্যাড. মানস বৈরাগী পৌরমেয়রের পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ২৮ মার্চ উচ্চ আদালত থেকে জামিন নেয় মেয়র দম্পত্তি। করোনা সংঙ্কটের কারনে চলতি বছরের ১৮ এপ্রিল ২ সপ্তাহ, ০২ মে ২ সপ্তাহ, দুই দফায় ৮ সপ্তাহ এবং পরে ১ মাস করে ২ বার জামিন বর্ধিত করে উচ্চ আদালত।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌরমেয়র হাবিবুর রহমান মালেক বলেন, ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে আমাদের। পৌরসভার যে নিয়গে অভিযুক্ত করা হয়েছে সেখানে নিয়োগ বোর্ডের সদস্যরা ছিলো আমি একা কিছু করিনি। ২০১৮ সালে দুদক তদন্ত করে এ বিষয়ে তদন্ত করে প্রদিবেদন দিয়েছে আমি নির্দোষ। জামাত বিএনপি জোট সরকারের আমলে নির্যাতনের স্বীকার হয়েছি ১/১১ সময় দির্ঘদিন জেল খেটেছি আর এখন আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে আজও মমলা নির্যতনের স্বীকার হইতেছি।
জানাগেছে, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক ২টি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর একটিতে পৌরমেয়র ও তার স্ত্রী আর অন্যটিতে মেয়র সহ পৌর সভার ২৭ কর্মকর্তা কর্মচারীদের অভিযুক্ত করা হয়েছে। দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।
Leave a Reply