নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
রামগড় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী চতুর্থধাপের চলমান ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা,বরুণ বিকাশ রোয়াজা ও অংসালা মারমা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন,চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার কারণে নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। তিনি আরও বলেন, ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।তাই সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলে প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান তিনি।নির্বাচন অফিস সূত্রে জানা যায়,পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে১৩ জন সংরক্ষিত নারী সদস্য ২৯ জন পুরুষ সদস্য অংশ নিয়েছে। এই ইউনিয়নের ১০ হাজার ১শ৭০ জন ভোটার ২৬ শে ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply