[english_date]।[bangla_date]।[bangla_day]

পদ্মা সেতু উদ্বোধন খুলনা জেলা পুলিশের শোভাযাত্রা ।

নিজস্ব প্রতিবেদকঃ

রদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

খুলনা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ জুন) সকালে শিরোমণি এলাকার জেলা পুলিশ লাইনসের শহীদ মিনার চত্বরে এক প্রাণবন্ত পথসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, কমান্ড্যান্ট (এসপি) মোছা. তাসলিমা খাতুন, ৩ এপিবিএনের কমান্ড্যান্ট (এসপি) মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী পিপিএম, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এই ঐতিহাসিক মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস, ঐকান্তিক প্রচেষ্টা এবং দেশপ্রেমের অনন্য নিদর্শনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। পথসভা শেষে একটি বর্ণিল শোভাযাত্রা খুলনা শহরের শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে ৩ এপিবিএন ক…

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *