[english_date]।[bangla_date]।[bangla_day]

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আমরাই পারি, আমরাই পারবো,কারণ আমাদের আছে স্বপ্নচারী নেত্রী জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই শ্লোগান কে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৪শে জুন সকাল ১১ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ি সহ অন্যান্যরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

এসময় উপজেলার সোনারমোড় থেকে শুরু করে গোডাউন মোড়, ফুলতলা, হায়বাতপুর সহ উপজেলার প্রধান প্রধান সড়ক শ্যামনগর বাজারের প্রতিটি দোকানের সামনে উৎসুক জনতা স্বপ্নের পদ্মা সেতুর ছবি সম্মিলিত প্লে-কার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, জোবেদা সোহারাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বনশ্রী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *