নিজস্ব প্রতিবেদকঃ

শামীম তালুকদার ।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ.ক.ম আলতাবুর রহমান কাশেম’র শাশুড়ি আয়েশা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের পাজুহাটি নিজ গ্রামের বাড়িতে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে বয়স হয়েছিল সত্তর বছর। পরিবারে তিনি দুই মেয়ে পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ যোহর নিজ গ্রামের বাড়িতেই নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
কোষাধ্যক্ষের শাশুড়ির মৃত্যুতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম. রহমান খান, অফিস ও লাইব্রেরি সম্পাদক জেষ্ট্য সাংবাদিক দিলওয়ার খানসহ সাংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।
Leave a Reply