[english_date]।[bangla_date]।[bangla_day]

নেত্রকোণা জেলা প্রশাসকের(ডিসি)মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবী।

নিজস্ব প্রতিবেদকঃ

শামীম তালুকদার
নেত্রকোণার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো . আবদুর রহমান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, আমার সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা চাওয়াসহ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে একটি প্রতারক চক্র।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় ফোন নম্বর ক্লোন করার বিষয়টি জানতে পেরেছি। এসময় এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনরূপ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করে দেন।

তিনি আরও বলেন, কারো কাছে এরকম ফোন গেলে যেন আইনের আশ্রয় নেয়া হয়। বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরেও জানিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *