[english_date]।[bangla_date]।[bangla_day]

নেত্রকোণায় প্রাক বড়দিন-২০২১ উদযাপন।

নিজস্ব প্রতিবেদকঃ

শামীম তালুকদার ।
খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেযে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ডিসেম্বর মাসের ২৫ তারিখ যীশু খ্রীষ্ট পৃথিবীতে জন্মলাভ করেন। দিনটিকে কেন্দ্র করে নেত্রকোণা সদরে অবস্থানরত খ্রীষ্ট ধর্মাবলম্বীরা প্রাক বড় দিন উৎসব পালন করেন।
ভাব গাম্বীর্যপূর্ণ পরিবেশে নেত্রকোণা সদরে এস.পি অফিসের বিপরীতে খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। খ্রীষ্ট সঙ্গীত, ধর্মীয় আলোচনা, প্রার্থনা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত সুধীজনের মাঝে প্রভু যীশু খ্রীষ্টের জীবনী তুলে ধরা হয় ।যীশুর দর্শন ও শান্তির বার্তা মানুষকে প্রদান করা হয়। আলোচকরা বলেন, প্রভু জীবধ্বশায় অনেক অবিচার ও নির্যাতনের শিকার হয়েছেন তবুও মানুষকে বিপথ থেকে সরে আসতে বলেছেন।তাই খ্রীষ্টের মহিমা ও ক্ষমার আদর্শে উজ্জীবিত হলে মানুষ সকল অনাচার ও পাপ কর্ম থেকে রক্ষা পাবে।
এসময় আলোচনায় অংশগ্রহন করেন আন্দ্রিয় বাড়ৈ, হিউবাড চক্রবর্তি, সঞ্জিত বিশ্বাস ও বিমল মিত্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *