[english_date]।[bangla_date]।[bangla_day]

নেত্রকোণায় দাদন ব্যবসায়ী ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

 

নিজস্ব প্রতিবেদক ।

নেত্রকোণায় দাদন ব্যবসায়ীদের সুদের লভ্যাংশ দিতে বিলম্ব হওয়ায় শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় এই অপসাংবাদিকতার বিরুদ্ধে নেত্রকোণায় সাংবাদিক সম্মেলন করেছে এই ভূক্তভোগী পরিবার।

 

বুধবার (১ ডিসেম্বর) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভূক্তভোগী মেহেদী হাসান পারভেজের বড় ভাই।

 

এসময় তিনি বলেন, বারহাট্রা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা বাজারে দাদন ব্যবসায়ীর সুদের লভ্যাংশ না দেয়ায় বাজারে প্রকাশ্যে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টায় আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পর আসামীর ছেলে অনিবন্ধিত ভূঁইফোড় কিছু নিউজ পোর্টালে ব্যক্তিগত শত্রুতার কারণে ভূয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করে এই নির্যাতিত পরিবারটিকে মানহানি কর বিব্রত অবস্থায় ফেলেছেন।

 

গত ২১ শে নভেম্বর সকাল ৮ টায় পারভেজের স্ত্রী শিশু কে নিয়ে স্কুলে যাওয়ার পথে সুদখোর সুজনের নেতৃত্বে প্রকাশ্যে বাজারে বিথী খানম (৩৬) কে ও শিশু তৃহা কে (১১) ঘরে আটক রেখে নির্যাতন করে এবং শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে আলাদা করে তার মাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এলাকাবাসী ও তার আত্নীয়স্বজন তাদের উদ্ধার করে।

 

এই ঘটনায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেত্রকোণা আদালতে মামলা রুজু হয়। ২৪ নভেম্বর মামলা রুজু হলে সুদখোরের দলবল ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণসহ ভূঁইফোড় নিউজ পোর্টালে মামলার প্রধান আসামি সুজন মিয়ার ছেলে ইমরান হাসান নিলয় একই দিনে বিথীর স্বামী মেহেদী হাসান পারভেজের বিরুদ্ধে মানহানীকর সংবাদ প্রকাশ করে । পরে সংবাদটি এক দিন পর পোর্টাল থেকে অপসারণ করে দেয়। এ বিষয়টি নেত্রকোণায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মূলধারার সাংবাদিকগণ অপ-সাংবাদিকতার বিপক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *