নিজস্ব প্রতিবেদকঃ

মো. মহাসিন মিয়া, দীঘিনালা।
ইকবাল বাহার জাহিদ এর “স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবেই”এই প্রতিষ্ঠাতা স্লোগানকে পূঁজি করে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন’র উদ্যোক্তা তৈরীর দেশব্যপী প্লাটফর্ম খাগড়াছড়ি জেলা টিম কর্তৃক আয়োজনের মধ্যে দিয়ে অফলাইন মিটআপ ও শীতবস্ত্র বিতরণ করা সম্পন্ন হয়েছে।
২৪ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় দীঘিনালার বাস-স্টেশন সংলগ্ন রাঙ্গাবন রেস্টুরেন্টে অত্র ফাউন্ডেশনের জেলা এবং উপজেলা এম্বাসেড’র উপস্থিতে এবং ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলার সকল সদস্যদের নিয়ে নিজের বলার মত একটা গল্প দেশের ৬৪ জেলা ও বিশ্বের ৫০ টি দেশ থেকে ৫৪৪.৪৩৪ জন তরুণ-তরুণীকে নিয়ে টানা ৯০ দিন উদ্যোক্তা তৈরীর ও মূল্যবোধ চর্চার অনলাইন প্রশিক্ষণ কর্মশালা ও নিজে স্বপ্ন দেখি ও অন্যকে দেখাই শীর্ষক বিষয় নিয়ে আলোচনা সভা এবং গরীর ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফজর আলী, ফারুক, আমেনা আক্তার, রফিকুল, ওয়াহিদ, প্রজ্ঞা দাদা, নিঝুম দাদা, পিংকি, কাওসার, আক্তার, সোহেল, অর্পণ, অঞ্জনা, ইব্রাহিম, মামুন, নিপু দা, মাসুম, তাজুল, আল-আমীন শুভ, ইব্রাহিম, লসমী ত্রিপুরা, আবুল হোসেন, ইমন প্রমূখ।
Leave a Reply