নিজস্ব প্রতিবেদকঃ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
গৌরব , ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর পদার্পণ বাংলাদেশ ছাত্রলীগ।কুমিল্লায় লাকসামে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর গৌরবগাঁথা ছাত্রলীগ বঙ্গবন্ধুর পরম মমতায় আর স্নেহের ঢালিতে প্রতিষ্ঠিত হয় প্রিয় সংগঠন ছাত্রলীগ। সেই থেকে অর্জন-গর্জনে, গুরুত্ব-বীরত্বে-গৌরবে
অকুতোভয় অজস্র বীরগাঁথা গল্প রয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে নোয়াখালী রেলগেট বঙ্গবন্ধু সড়কে সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন ও সাধারণ সম্পাদক কাওছার আহমেদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি লাকসাম বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোয়াখালী রেলগেট বঙ্গবন্ধু সড়কে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ছাত্র সমাবেশে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র মোঃ আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, আবদুর রশিদ সওদাগর, ইমাম হোসেন,
সাবেক ছাত্রনেতা দলিলুর রহমান মানিক, মোশারফ হোসেন মজুমদার, গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, শিহাব খান, সাইফুল ইসলাম প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, যুবলীগ নেতা মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, পৌর কাউন্সিলর শাজাহান মজুমদার, অ্যাডভোকেট মাসুদ হাসান, আবদুল আজিজ, মনসুর আহমদ মুন্সি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম পারভেজ সাগর, গোলাম রাব্বি, সায়েম কবির সৌরভ, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পারভেজ, লাকসাম উপজেলা সাংস্কৃতিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ রবিউল হোসাইন সবুজসহ বিভিন্ন উপজেলা- ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply