নিজস্ব প্রতিবেদকঃ

সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চকনদীকুল মধ্যপাড়া গ্রামের মো. ইব্রাহীমের ছেলে মো. সাইদ হোসেন (৩২) ও একই উপজেলার চকনদীকুল গ্রামের মৃত. মোতাহার হোসেনের ছেলে মো. আবু হানজেলা (২২)।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার দিকনির্দেশনায় ডিবি পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নের্তৃত্বে জেলা সদরের মোহনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply