নিজস্ব প্রতিবেদকঃ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া ৩ মাথা মোড় এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড যুবলীগের ভারপাপ্ত সভাপতি উত্তম কুমার ঠাকুরের সভাপতিত্বে সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজি বুলেট, খায়রুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দোলা রিপন, আতিকুর রহমান আতিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান ও ১নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সুজাউল ইসলাম প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে শ্রী সন্তোস কুমার মন্ডল কে সভাপতি ও আলমগীর হোসেন কে
সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও বৃক্ষরোপন করা হয়েছে।
Leave a Reply